কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৫. হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
হাদীস নং: ১৯৬০
আন্তর্জাতিক নং: ১৯৬২
৭৪. মিনাতে নামায (কসর করা এবং না করা)।
১৯৬০. হান্নাদ (রাহঃ) ..... ইবরাহীম (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয়ই উসমান (রাযিঃ) চার রাকআত নামায (মিনাতে) আদায় করেন। কেননা তিনি এটাকে স্বীয় জন্মস্থান হিসাবে পরিগণিত করেন।
باب الصَّلاَةِ بِمِنًى
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنِ الْمُغِيرَةِ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ إِنَّ عُثْمَانَ صَلَّى أَرْبَعًا لأَنَّهُ اتَّخَذَهَا وَطَنًا .
