কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৫. হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ

হাদীস নং: ১৯৫৯
আন্তর্জাতিক নং: ১৯৬১
হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
৭৪. মিনাতে নামায (কসর করা এবং না করা)।
১৯৫৯. মুহাম্মাদ ইবনে আল আলা ...... ইমাম যুহরী (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, উসমান (রাযিঃ) মিনাতে অবস্থানকালে চার রাকআত নামায আদায় করেন। আর তা এজন্য যে, তিনি যিল হজ্জের পর মক্কায় অবস্থানের জন্য কৃতসংকল্প ছিলেন।
كتاب المناسك
باب الصَّلاَةِ بِمِنًى
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، أَنَّ عُثْمَانَ، إِنَّمَا صَلَّى بِمِنًى أَرْبَعًا لأَنَّهُ أَجْمَعَ عَلَى الإِقَامَةِ بَعْدَ الْحَجِّ .
সুনানে আবু দাউদ - হাদীস নং ১৯৫৯ | মুসলিম বাংলা