মা'আরিফুল হাদীস

কিতাবুল আযকার ওয়াদ-দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১৩
কিতাবুল আযকার ওয়াদ-দাওয়াত অধ্যায়
আল্লাহর যিকির থেকে গাফেল থাকার পরিণাম: বঞ্চনা ও হৃদয় শক্ত হয়ে যাওয়া
১৩. হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: আল্লাহর যিকির ব্যতীত অধিক বাক্যালাপ করো না। কেননা আল্লাহর যিকির ব্যতীত অধিক বাক্যালাপে হৃদয় শক্ত হয়ে যায় (অনুভব শক্তি হ্রাস পায়) এবং লোকজনের মধ্যে সে-ই আল্লাহর থেকে অধিকতর দূরবর্তী, যার হৃদয় শক্ত। (জামে তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ تُكْثِرُوا الكَلاَمَ بِغَيْرِ ذِكْرِ اللهِ فَإِنَّ كَثْرَةَ الكَلاَمِ بِغَيْرِ ذِكْرِ اللهِ قَسْوَةٌ لِلْقَلْبِ، وَإِنَّ أَبْعَدَ النَّاسِ مِنَ اللهِ القَلْبُ القَاسِي. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের মর্ম হচ্ছে এই যে, যে ব্যক্তি আল্লাহর যিকির বিহনে অধিক বাক্যালাপে অভ্যস্ত হবে, তার অন্তরে অনুভূতি হীনতা, কাঠিন্য এবং নূরের অভাব দেখা দেবে। ফলে সে ব্যক্তি আল্লাহর নৈকট্য ও খাস রহমত থেকে বঞ্চিত থাকবে।
أَعَاذَنَا اللّٰهُ مِنْهُ
আল্লাহ আমাদেরকে এ আপদ থেকে রক্ষা করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান