মা'আরিফুল হাদীস

কিতাবুল আযকার ওয়াদ-দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১২
কিতাবুল আযকার ওয়াদ-দাওয়াত অধ্যায়
আল্লাহর যিকির থেকে গাফেল থাকার পরিণাম: বঞ্চনা ও হৃদয় শক্ত হয়ে যাওয়া
১২. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি কোথাও বসলো এবং সে বসার মধ্যে সে আল্লাহকে স্মরণ করলো না, তাহলে সে বসাটা তার জন্যে আফসোস ও ক্ষতির কারণ হবে। আর যে ব্যক্তি কোথাও শয়ন করলো আর সে শয়নে সে আল্লাহকে স্মরণ করলো না তা হলে এ শয়ন তার জন্যে আফসোস ও ক্ষতির কারণ হবে। (সুনানে আবু দাউদ)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ قَعَدَ مَقْعَدًا لَمْ يَذْكُرِ اللَّهَ فِيهِ كَانَتْ عَلَيْهِ مِنَ اللَّهِ تِرَةٌ، وَمَنْ اضْطَجَعَ مَضْجَعًا، لَا يَذْكُرُ اللَّهَ فِيهِ كَانَتْ عَلَيْهِ مِنَ اللَّهِ تِرَةٌ. (رواه ابوداؤد)
tahqiqতাহকীক:তাহকীক চলমান