মা'আরিফুল হাদীস
কিতাবুল আযকার ওয়াদ-দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১১
কিতাবুল আযকার ওয়াদ-দাওয়াত অধ্যায়
রসনার যিকিরের ফযীলত
১১. হযরত আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আল্লাহর যিকির এত বেশি পরিমাণে কর, যাতে লোকে পাগল বলে। - (মুসনাদে আহমদ)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَكْثِرُوا ذِكْرَ اللَّهِ حَتَّى يَقُولُوا مَجْنُونٌ. (رواه احمد وابو يعلى)
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক যাদের ভাগ্যে জুটেনি, সে সব দুনিয়াদার লোক যখন কোন আল্লাহওয়ালা লোককে দেখতে পায়- যারা দুনিয়ার ব্যাপারে অনেকটা নির্বিকার এবং তাঁর স্মরণে ও তাঁর সন্তুষ্টি হাসিলের সাধনায় এতই নিমগ্ন থাকেন যে, সব সময় তাদের মুখে তাঁরই নামের জপমালা থাকে, তখন তারা তাদের ধারণা অনুসারে এমন আল্লাহ প্রেমিক লোককে দিওয়ানা, মাস্তান ও পাগল বলে অভিহিত করে। অথচ প্রকৃত ব্যাপার তার ঠিক বিপরীত। কবির ভাষায়:
اوست دیوانه که دیوانه نه شد
اوست فرزانه که فرزانه نه شد
অর্থাৎ পাগল যে, জন হয় না সে-ই আসল পাগল হয়,
বুদ্ধিমান সাজে না সে, যাহার বুদ্ধি রয়।
اوست دیوانه که دیوانه نه شد
اوست فرزانه که فرزانه نه شد
অর্থাৎ পাগল যে, জন হয় না সে-ই আসল পাগল হয়,
বুদ্ধিমান সাজে না সে, যাহার বুদ্ধি রয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)