মা'আরিফুল হাদীস

কিতাবুল আযকার ওয়াদ-দাওয়াত অধ্যায়

হাদীস নং:
কিতাবুল আযকার ওয়াদ-দাওয়াত অধ্যায়
যিকরুল্লাহর মাহাত্ম্য ও গুরুত্ব
২. হযরত আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। একদা হযরত মুআবিয়া (রা) মসজিদে বসা একটি হলকার কাছে এসে সে হলকায় বসা লোকজনকে জিজ্ঞেস করলেন: তোমাদেরকে কিসে বসিয়েছে? জবাবে তাঁরা বললেন: আমরা আল্লাহর যিকির করতে বসেছি। হযরত মুআবিয়া (রা) বললেন: আল্লাহর কসম, তোমরা কেবল এ যিকিরের উদ্দেশ্যেই বসেছো- আর কোন উদ্দেশ্য নাই? জবাবে তাঁরা বললেন: আল্লাহর কসম! আল্লাহর যিকির ব্যতীত আমাদের বসার আর কোন উদ্দেশ্য নেই। হযরত মুআবিয়া (রা) বললেন: তোমাদের প্রতি কোন ভুল ধারণার বসে আমি তোমাদেরকে কসম দেইনি। রাসূলুল্লাহ ﷺ-এর সাথে আমার যে পরিমাণ ঘনিষ্ঠতা ও নিকট সম্পর্ক, এমন কেউ তাঁর বরাতে আমার চাইতে কম হাদীস বর্ণনাকারী নেই, (অর্থাৎ হাদীস বর্ণনায় আমি সর্বাধিক সতর্কতা অবলম্বন করে থাকি বিধায় আমার পর্যায়ের অন্যান্যদের তুলনার আমি অনেক কম হাদীস বর্ণনা করে থাকি। এখন আমি তাঁর একটি হাদীস বর্ণনা করছি এবং সে সতর্কতা অবলম্বন করতে গিয়েই তোমাদের নিকট থেকে কসম নিচ্ছি। হাদীসটি হচ্ছে এই যে,) রাসূলুল্লাহ ﷺ একদা তাঁর সাহাবীদের একটি হলকার কাছে গিয়ে উপস্থিত হলেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন: আপনারা এখানে কেন একত্রিত হয়ে বসেছেন? তাঁরা বললেন: আমরা আল্লাহকে স্মরণ করছি এবং তিনি যে আমাদেরকে হিদায়াত দান করেছেন এবং ঈমান-ইসলামের তাওফীক দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, সে জন্য আমরা তাঁর স্তুতিবাদ করছি। তিনি বললেন: আল্লাহর কসম, আপনারা কি কেবল এজন্যেই বসেছেন? জবাবে তাঁরা বললেন: আমি আপনাদের প্রতি কোন সন্দেহের বশে কসম দেইনি, বরং আমার কাছে এইমাত্র জিবরাঈল (আ) এসে আমাকে জানালেন যে, আল্লাহ তা'আলা অত্যন্ত গর্বের সাথে ফেরেশতাদের কাছে আপনাদের কথা উল্লেখ করছেন। (সহীহ্ মুসলিম)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: خَرَجَ مُعَاوِيَةُ عَلَى حَلْقَةٍ فِي الْمَسْجِدِ، فَقَالَ: مَا أَجْلَسَكُمْ؟ قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللهَ، قَالَ آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلَّا ذَاكَ؟ قَالُوا: وَاللهِ مَا أَجْلَسَنَا إِلَّا ذَاكَ، قَالَ: أَمَا إِنِّي لَمْ أَسْتَحْلِفْكُمْ تُهْمَةً لَكُمْ، وَمَا كَانَ أَحَدٌ بِمَنْزِلَتِي مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقَلَّ عَنْهُ حَدِيثًا مِنِّي، وَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلَى حَلْقَةٍ مِنْ أَصْحَابِهِ، فَقَالَ: «مَا أَجْلَسَكُمْ؟» قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللهَ وَنَحْمَدُهُ عَلَى مَا هَدَانَا لِلْإِسْلَامِ، وَمَنَّ بِهِ عَلَيْنَا، قَالَ: «آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلَّا ذَاكَ؟» قَالُوا: وَاللهِ مَا أَجْلَسَنَا إِلَّا ذَاكَ، قَالَ: «أَمَا إِنِّي لَمْ أَسْتَحْلِفْكُمْ تُهْمَةً لَكُمْ، وَلَكِنَّهُ أَتَانِي جِبْرِيلُ فَأَخْبَرَنِي، أَنَّ اللهَ عَزَّ وَجَلَّ يُبَاهِي بِكُمُ الْمَلَائِكَةَ»

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা জানা গেল যে, আল্লাহর কিছু সংখ্যক বান্দার একত্রিত হয়ে ইখলাস বা আন্তরিক নিষ্ঠার সাথে আল্লাহকে স্মরণ করা, তাঁর আলোচনা ও স্ববস্তুতি করা আল্লাহ তা'আলার অত্যন্ত পসন্দনীয়। আল্লাহ তা'আলা তাঁর খাস ফেরেশতাদের কাছে তাঁর এমন বান্দাদের জন্য গর্ব প্রকাশ করেন এবং এজন্যে তাঁর নিজ সন্তুষ্টি প্রকাশ করেন।
اللّٰهُمَّ اجْعَلْنَا مِنْهُمْ
হে আল্লাহ: আমাদেরকে তাঁদের অন্তর্ভুক্ত করুন!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান