মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ১৪৪
রোযা অধ্যায়
নফল রোযা ভেঙ্গে ফেললে এর কাযা করতে হবে
১৪৪. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং হাফসা রাযি. একবার নফল রোযা রেখেছিলাম। এ অবস্থায় আমাদের সামনে কিছু খাবার আসল, যার প্রতি আমরা আকৃষ্ট হয়ে পড়লাম এবং এখান থেকে কিছু খেয়ে ফেললাম। পরে হাফসা আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা দু'জন রোযাদার ছিলাম। পরে আমাদের সামনে কিছু খাবার আসল, যার প্রতি আমরা আকৃষ্ট হয়ে গেলাম এবং এখান থেকে কিছু খেয়ে ফেললাম। (এবং এভাবে আমরা রোযা ভেঙ্গে ফেললাম।) তিনি বললেন: এর স্থলে অন্য কোন দিন এর কাযা করে নিয়ো। -তিরমিযী
کتاب الصوم
عَنْ عَائِشَةَ قَالَتْ : كُنْتُ أَنَا وَحَفْصَةُ صَائِمَتَيْنِ ، فَعُرِضَ لَنَا طَعَامٌ اشْتَهَيْنَاهُ فَأَكَلْنَا مِنْهُ قَالَتْ حَفْصَةُ يَا رَسُولَ اللهِ إِنَّا كُنَّا صَائِمَتَيْنِ ، فَعُرِضَ لَنَا طَعَامٌ اشْتَهَيْنَاهُ فَأَكَلْنَا مِنْهُ ، قَالَ : اقْضِيَا يَوْمًا آخَرَ مَكَانَهُ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা জানা গেল যে, নফল রোযা ভেঙ্গে ফেললে এর কাযা হিসাবে অন্য সময় রোযা রেখে নিতে হবে। ইমাম আবু হানীফা (রহঃ) এর নিকট এই কাযা ওয়াজিব, আর ইমাম শাফেয়ী (রহঃ)-এর নিকট ওয়াজিব নয়, কেবল মুস্তাহাব।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান