মা'আরিফুল হাদীস
রোযা অধ্যায়
হাদীস নং: ১৩৪
রোযা অধ্যায়
বিশেষ বিশেষ দিনের নফল রোযা
১৩৪. হযরত আবু কাতাদা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ)কে সোমবার দিন রোযা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হল। তিনি বললেন: আমি সোমবারেই জন্ম গ্রহণ করেছি এবং সোমবারেই আমার উপর কুরআন নাযিল শুরু হয়েছে। -মুসলিম
کتاب الصوم
عَنْ أَبِي قَتَادَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ صَوْمِ الِاثْنَيْنِ؟ فَقَالَ : « فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَيَّ » (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসটির মর্ম এই যে, সোমবার দিনটি খুবই বরকত ও রহমতের দিন। এ দিনেই তোমাদের নবীর জন্ম হয়েছে এবং এ দিনেই আল্লাহর কিতাব অবতীর্ণ হওয়া শুরু হয়েছে। তাই এ দিনের রোযার ব্যাপারে আর কি প্রশ্ন থাকতে পারে।
এ হাদীস দ্বারা জানা গেল যে, হুযুর (ﷺ) যে সোমবার দিন (কখনও কখনও অথবা অধিকাংশ সময়) রোযা রাখতেন, এর একটি কারণ তো তাই ছিল, যা উপরের হাদীসটিতে উল্লিখিত হয়েছে। অর্থাৎ, এ দিন আমল পেশ করা হয়, তাই তিনি চাইতেন যে, আমল পেশ করার দিন তিনি রোযাদার অবস্থায় থাকবেন। আর দ্বিতীয় কারণ ছিল আল্লাহ্ তা'আলার ঐ দু'টি নেয়ামতের (জন্ম ও ওহী লাভ) শুকরিয়া অনুভূতি যা তিনি সোমবারেই লাভ করেছিলেন এবং যা সমগ্র বিশ্ববাসীর জন্যও নেয়ামত ও রহমত। وَمَاۤ اَرۡسَلۡنٰکَ اِلَّا رَحۡمَۃً لِّلۡعٰلَمِیۡنَ
এ হাদীস দ্বারা জানা গেল যে, হুযুর (ﷺ) যে সোমবার দিন (কখনও কখনও অথবা অধিকাংশ সময়) রোযা রাখতেন, এর একটি কারণ তো তাই ছিল, যা উপরের হাদীসটিতে উল্লিখিত হয়েছে। অর্থাৎ, এ দিন আমল পেশ করা হয়, তাই তিনি চাইতেন যে, আমল পেশ করার দিন তিনি রোযাদার অবস্থায় থাকবেন। আর দ্বিতীয় কারণ ছিল আল্লাহ্ তা'আলার ঐ দু'টি নেয়ামতের (জন্ম ও ওহী লাভ) শুকরিয়া অনুভূতি যা তিনি সোমবারেই লাভ করেছিলেন এবং যা সমগ্র বিশ্ববাসীর জন্যও নেয়ামত ও রহমত। وَمَاۤ اَرۡسَلۡنٰکَ اِلَّا رَحۡمَۃً لِّلۡعٰلَمِیۡنَ
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)