মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ১৩৩
রোযা অধ্যায়
বিশেষ বিশেষ দিনের নফল রোযা
১৩৩. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সোমবার ও বৃহস্পতিবার দিন রোযা রাখতেন। তিরিমিযী, নাসায়ী
کتاب الصوم
عَنْ عَائِشَةَ قَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ يَوْمَ الِاثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ. (رواه الترمذى والنسائى)
tahqiqতাহকীক:তাহকীক চলমান