মা'আরিফুল হাদীস
রোযা অধ্যায়
হাদীস নং: ১৩২
রোযা অধ্যায়
যেভাবে এ পর্যন্ত লিখা হাদীসসমূহের মধ্যে বছরের নির্দিষ্ট মাস এবং মাসের বিশেষ তারিখসমূহে নফল রোযা রাখার প্রতি বিশেষ উৎসাহ দান করা হয়েছে, তেমনিভাবে সপ্তাহের কোন কোন বিশেষ দিনেও রোযা রাখার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ)-এর আমল দ্বারাও এ ব্যাপারে দিকনির্দেশনা পাওয়া যায়।
১৩২. হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সোমবার ও বৃহস্পতিবার মানুষের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই আমি চাই যে, যেদিন আমার আমল পেশ করা হয়, সেদিন যেন আমি রোযাদার অবস্থায় থাকি।-তিরমিযী
کتاب الصوم
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : تُعْرَضُ الأَعْمَالُ يَوْمَ الاِثْنَيْنِ وَالخَمِيسِ ، فَأُحِبُّ أَنْ يُعْرَضَ عَمَلِي وَأَنَا صَائِمٌ. (رواه الترمذى)