মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ১২৯
রোযা অধ্যায়
যিলহজ্বের দশ দিন ও আরাফার দিনের রোযা
১২৯. হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যিলহজ্বের দশ দিনের ইবাদত আল্লাহ্ তা'আলার কাছে যে কোন দিনের ইবাদতের চেয়ে অধিকতর প্রিয়। এই দশকের এক দিনের রোযা এক বছরের রোযার সমান গণ্য করা হয়, আর এক রাতের নফল ইবাদত শবে ক্বদরের নফল ইবাদতের সমান গণ্য করা হয়। -তিরমিযী
کتاب الصوم
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَا مِنْ أَيَّامٍ أَحَبُّ إِلَى اللهِ أَنْ يُتَعَبَّدَ فِيهَا مِنْ عَشْرِ ذِي الحِجَّةِ ، يَعْدِلُ صِيَامُ كُلِّ يَوْمٍ بِصِيَامِ سَنَةٍ ، وَقِيَامُ كُلِّ لَيْلَةٍ مِنْهَا بِقِيَامِ لَيْلَةِ القَدْرِ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

এর আগেও এক হাদীসে প্রসঙ্গক্রমে যিলহজ্বের দশ দিনের নফল রোযার আলোচনা এসে গিয়েছে। আর সেখানে এ ব্যাখ্যাও করা হয়েছে যে, এর দ্বারা উদ্দেশ্য ১লা যিলহজ্ব থেকে ৯ই যিলহজ্ব পর্যন্ত ৯ দিনের রোযা। কেননা, ঈদের দিনে তো রোযা রাখতে নিষেধ করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান