মা'আরিফুল হাদীস
রোযা অধ্যায়
হাদীস নং: ১২৭
রোযা অধ্যায়
আশুরার দিনের রোযা ও এর ঐতিহাসিক গুরুত্ব
১২৭. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে কোন দিনকে অন্য দিনের উপর শ্রেষ্ঠত্ব দিয়ে এতে রোযা রাখতে দেখিনি, কেবল আশুরার দিন ও রমযানের মাস এর ব্যতিক্রম ছিল। -বুখারী, মুসলিম
کتاب الصوم
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : « مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلَّا هَذَا اليَوْمَ ، يَوْمَ عَاشُورَاءَ ، وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ » (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের মর্ম এই যে, হুযুর (ﷺ)-এর বাস্তব কর্মনীতি দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. এটাই বুঝেছেন যে, নফল রোযার বেলায় হুযুর (ﷺ) আশুরার দিনের প্রতি যে গুরুত্ব ও যত্ন দিতেন, অন্য কোন নফল রোযার বেলায় এতটুকু গুরুত্ব প্রদান করতেন না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)