মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ১২৫
রোযা অধ্যায়
আইয়ামে বীযের রোযা
১২৫. হযরত কাতাদা ইবনে মিলহান রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নির্দেশ দিতেন যে, আমরা যেন আইয়ামে বীয অর্থাৎ, প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোযা রাখি। আর তিনি বলতেন যে, প্রতিদান ও সওয়াবের দিক দিয়ে এটা সারা বছর রোযা রাখার মতই। -আবূ দাউদ, নাসায়ী
کتاب الصوم
عَنْ قَتَادَةَ ابْنِ مِلْحَانَ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا أَنْ نَصُومَ الْبِيضَ ثَلَاثَ عَشْرَةَ ، وَأَرْبَعَ عَشْرَةَ ، وَخَمْسَ عَشْرَةَ وَقَالَ « هُوَ كَهَيْئَةِ الدَّهْرِ » (رواه ابوداؤد والنسائى)

হাদীসের ব্যাখ্যা:

এ পর্যন্ত যেসব হাদীস লিখা হয়েছে, এগুলো দ্বারা একটি বিষয় তো এ জানা গেল যে, প্রতি মাসে যে ঈমানদার বান্দা তিনটি নফল রোযা রেখে যায়, সে আল্লাহর অনুগ্রহমূলক বিধান অর্থাৎ, একে দশ-এর নিয়ম অনুসারে সারা বছর রোযা রাখার সওয়াবের অধিকারী হয়। দ্বিতীয় বিষয়টি এ জানা গেল যে, এ রোযাগুলো যেন ১৩, ১৪ ও ১৫ তারিখে রাখা হয়। তৃতীয় বিষয়টি এ জানা গেল যে, রাসূলুল্লাহ (ﷺ) কিছু দ্বীনি স্বার্থ ও কল্যাণের খাতিরে নিজে এসব দিন ও তারিখের পাবন্দী করতেন না। আর তাঁর জন্য এটাই উত্তম ছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান