মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ১২৪
রোযা অধ্যায়
আইয়ামে বীযের রোযা
১২৪. হযরত আবূ যর গেফারী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ হে আবু যর! তুমি যখন মাসে তিন দিন রোযা রাখতে চাও তখন তের, চৌদ্দ ও পনের তারিখে রোযা রাখ। -তিরমিযী, নাসায়ী
(প্রায় এ বিষয়বস্তুরই একটি হাদীস নাসায়ী শরীফে হযরত আবূ হুরায়রা রাযি. থেকেও বর্ণিত হয়েছে। সেখানে রয়েছে যে, হুযুর (ﷺ) হযরত আবূ হুরায়রাকেও এ নির্দেশ দিয়েছিলেন।)
کتاب الصوم
عَنْ أَبِي ذَرٍّ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا صُمْتَ مِنَ الشَّهْرِ ثَلاَثَةَ أَيَّامٍ فَصُمْ ثَلاَثَ عَشْرَةَ ، وَأَرْبَعَ عَشْرَةَ ، وَخَمْسَ عَشْرَةَ. (رواه الترمذى والنسائى)
tahqiqতাহকীক:তাহকীক চলমান