মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ১১৩
রোযা অধ্যায়
যেসব কারণে রোযা নষ্ট হয় না
১১৩. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে বলল, আমার চোখে অসুখ, তাই আমি কি রোযা অবস্থায় সুরমা ব্যবহার করতে পারব? তিনি উত্তরে বললেন, হ্যাঁ। -তিরমিযী
کتاب الصوم
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : اشْتَكَتْ عَيْنِي ، أَفَأَكْتَحِلُ وَأَنَا صَائِمٌ؟ قَالَ : نَعَمْ.
(رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা জানা গেল যে, চোখে সুরমা অথবা অন্য কোন ঔষধ লাগানোর কারণে বোযার উপর এর কোন প্রভাব পড়ে না এবং কোন ক্ষতি হয় না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান