মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ১১২
রোযা অধ্যায়
যেসব কারণে রোযা নষ্ট হয় না
১১২. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)কে জিজ্ঞাসা করল যে, রোযাদার অবস্থায় স্ত্রীর সাথে আলিঙ্গন ইত্যাদি করা যায় কি না? তিনি তাকে এর অনুমতি দিলেন। তারপর দ্বিতীয় এক ব্যক্তি এসে একই প্রশ্ন করল। কিন্তু তিনি তাকে নিষেধ করে দিলেন (এবং অনুমতি দিলেন না।) আমরা লক্ষ্য করে দেখলাম, যাকে অনুমতি দিয়েছিলেন, সে লোকটি ছিল বুড়ো বয়সের, আর যাকে নিষেধ করে দিয়েছিলেন, সে ছিল একজন যুবক। -আবূ দাউদ
کتاب الصوم
عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَجُلً سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْمُبَاشَرَةِ لِلصَّائِمِ ، « فَرَخَّصَ لَهُ » ، وَأَتَاهُ آخَرُ ، فَسَأَلَهُ ، « فَنَهَاهُ » ، فَإِذَا الَّذِي رَخَّصَ لَهُ شَيْخٌ ، وَالَّذِي نَهَاهُ شَابٌّ.
(رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

এখানে উভয়ের মধ্যে পার্থক্যের কারণটি স্পষ্ট। যুবক মানুষের বেলায় যেহেতু এ আশংকা থাকে যে, নফসের চাহিদা তার উপর প্রবল হয়ে যাবে এবং সে রোযা নষ্ট করে ফেলবে, তাই এ যুবক প্রশ্নকারীকে এর অনুমতি দিলেন না। কিন্তু বুড়ো মানুষ যেহেতু এ আশংকা থেকে তুলনামূলক মুক্ত থাকে, তাই এ বয়স্ক প্রশ্নকারীকে অবকাশ ও অনুমতি দিয়ে দিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান