মা'আরিফুল হাদীস
রোযা অধ্যায়
হাদীস নং: ১১১
রোযা অধ্যায়
যেসব কারণে রোযা নষ্ট হয় না
১১১. হযরত আবু সাঈদ খুদরী রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তিনটি জিনিস দ্বারা রোযা ভঙ্গ হয় না। (১) শিংগা লাগানো, (২) বমি হওয়া, (৩) স্বপ্নদোষ হওয়া। -তিরমিযী
کتاب الصوم
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ثَلاَثٌ لاَ يُفْطِرْنَ الصَّائِمَ : الحِجَامَةُ ، وَالقَيْءُ ، وَالاِحْتِلاَمُ.
(رواه الترمذى)
(رواه الترمذى)