মা'আরিফুল হাদীস
রোযা অধ্যায়
হাদীস নং: ১১০
রোযা অধ্যায়
কোন কোন জিনিস এমন আছে যেগুলোর ব্যাপারে সন্দেহ হতে পারে যে, এর দ্বারা বোযা ভেঙ্গে যায় অথবা রোযার কোন ক্ষতি হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) নিজের বাণী অথবা আমল দ্বারা স্পষ্ট করে দিয়েছেন যে, এগুলোর দ্বারা রোযার কোন ক্ষতি হয় না। এ ধারার কিছু হাদীস নিম্নে পাঠ করে নিন:
১১০. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: রোযা অবস্থায় যে ব্যক্তি ভুলে (অর্থাৎ, রোযার কথা ভুলে গিয়ে) পানাহার করে ফেলল, (তার রোযা ভঙ্গ হয় নাই।) তাই সে যেন নিজের রোযা পুরা করে নেয়। কেননা, আল্লাহই তাকে পানাহার করিয়েছেন। (সে ইচ্ছা করে রোযা ভাঙ্গে নাই। তাই তার রোযা ঠিকই আছে।) -বুখারী, মুসলিম
کتاب الصوم
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « مَنْ نَسِيَ وَهُوَ صَائِمٌ ، فَأَكَلَ أَوْ شَرِبَ ، فَلْيُتِمَّ صَوْمَهُ ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللهُ وَسَقَاهُ »
(رواه البخارى ومسلم)
(رواه البخارى ومسلم)