মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ১০৮
রোযা অধ্যায়
ফরয রোযার কাযা
১০৮. মো'আযাহ (তাবেয়ী মহিলা) থেকে বর্ণিত, তিনি হযরত আয়েশা রাযি.-কে জিজ্ঞাসা করেছিলেন যে, এটা কি ব্যাপার যে, হায়েযা মহিলারা রোযার তো কাযা করে; কিন্তু নামাযের কাযা করে না? আয়েশা রাযি. উত্তর দিলেন, আমাদের যখন এমন হত, তখন আমাদেরকে রোযার কাযা করার নির্দেশ দেওয়া হত; কিন্তু নামাযের কাযার নির্দেশ দেওয়া হত না। -মুসলিম
کتاب الصوم
عَنْ مُعَاذَةَ الْعَدَوِيَّةِ أَنَّهَا قَالَتْ : لِعَائِشَةَ مَا بَالُ الْحَائِضِ تَقْضِي الصَّوْمَ ، وَلَا تَقْضِي الصَّلَاةَ. قَالَتْ : « كَانَ يُصِيبُنَا ذَلِكَ ، فَنُؤْمَرُ بِقَضَاءِ الصَّوْمِ ، وَلَا نُؤْمَرُ بِقَضَاءِ الصَّلَاةِ »
(رواه مسلم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান