মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ৯৬
রোযা অধ্যায়
'সাওমে বেছাল' হচ্ছে ইফতার ও সাহরী ছাড়া একাধারে রোযা রেখে যাওয়া এবং দিনের মত রাতও পানাহার ছাড়া কাটিয়ে দেওয়া। যেহেতু এ ধরনের রোযা মারাত্মক কষ্ট ও দুর্বলতার কারণ হয় এবং এর প্রবল আশংকা থাকে যে, মানুষ এভাবে এমন দুর্বল হয়ে যাবে যে, সে অন্যান্য ফরয ইবাদত ও দায়িত্ব পালন করতে পারবে না, এ জন্য রাসূলুল্লাহ (ﷺ) উম্মতকে এভাবে রোযা রাখতে নিষেধ করে দিয়েছেন। কিন্তু স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ)-এর অবস্থা ছিল স্বতন্ত্র। আল্লাহ্ তা'আলার সাথে তাঁর বিশেষ সম্পর্কের দরুন তিনি অন্যদের তুলনায় বেশী আমল করতেন তাছাড়া, তাঁকে আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে এক ধরনের অপার্থিব সামর্থ্যও প্রদান করা হত, এ জন্য তিনি নিজে এ ধরনের রোযা রাখতেন।
৯৬. হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) লোকদেরকে 'সাওমে বেছাল' থেকে নিষেধ করেছেন। এক ব্যক্তি তখন বলল, ইয়া রাসূলাল্লাহ! আপনি নিজে তো সাওমে বেছাল করেন? তিনি উত্তরে বললেন: তোমাদের মধ্যে আমার মত কে আছে? (অর্থাৎ, এ ব্যাপারে আমার সাথে আল্লাহ্ তা'আলার বিশেষ আচরণ রয়েছে, যা অন্য কারো সাথে নেই। আর সেটা হচ্ছে এই যে,) আমার রাত এভাবে কাটে যে, আমার প্রতিপালক আমাকে আহার ও পানীয় দান করেন। (অর্থাৎ, আমি অদৃশ্য জগৎ থেকে খাদ্য পেয়ে থাকি। তাই এ ব্যাপারে নিজেকে আমার সাথে তুলনা করতে যেয়ো না।) -বুখারী, মুসলিম
کتاب الصوم
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : « نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الوِصَالِ فِي الصَّوْمِ » فَقَالَ لَهُ رَجُلٌ : إِنَّكَ تُوَاصِلُ يَا رَسُولَ اللَّهِ ، قَالَ : « وَأَيُّكُمْ مِثْلِي ، إِنِّي أَبِيتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِىْ »
(رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

এ বিষয়বস্তুর আরো কিছু হাদীস শব্দের সামান্য পার্থক্যের সাথে হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আনাস ও হযরত আয়েশা রাযি. থেকেও বর্ণিত রয়েছে। এসব বর্ণনা দ্বারা এ কথা স্পষ্ট হয়ে যায় যে, এ নিষেধাজ্ঞার উদ্দেশ্য এটাই ছিল যে, আল্লাহর বান্দারা যেন কষ্টে পড়ে না যায় এবং তাদের স্বাস্থ্যের ক্ষতি না হয়; বরং হযরত আয়েশা রাযি.-এর বর্ণনায় তো এ বিষয়টি আরো বেশী স্পষ্টরূপে উল্লেখিত হয়েছে। এর শব্দমালা এরূপ :

«نهى رسول الله صلى الله عليه وسلم عن الوصال رحمة لهم»

অর্থাৎ রাসূলুল্লাহ (ﷺ) লোকদের প্রতি দয়া প্রদর্শন করতে গিয়ে তাদেরকে সাওমে বেছাল থেকে নিষেধ করেছেন। -বুখারী, মুসলিম

আর সামনে হযরত আবু সাঈদ খুদরী রাযি.-এর হাদীস দ্বারা জানা যাবে যে, রাসূলুল্লাহ (ﷺ) সাওমে বেছালে উৎসাহী লোকদেরকে সাহরী পর্যন্ত বেছাল করার অনুমতিও দিয়েছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান