মা'আরিফুল হাদীস
রোযা অধ্যায়
হাদীস নং: ৯৩
রোযা অধ্যায়
ইফতারে তাড়াতাড়ি ও সাহরীতে দেরী করার হুকুম
৯৩. হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহান আল্লাহ বলেন: আমার বান্দাদের মধ্যে আমার নিকট তারাই সর্বাধিক প্রিয়, যারা ইফতারে তাড়াতাড়ি করে। (অর্থাৎ, সূর্যাস্তের পর মোটেই দেরী করে না।) তিরমিযী
کتاب الصوم
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ : إِنَّ أَحَبَّ عِبَادِي إِلَيَّ أَعْجَلُهُمْ فِطْرًا.
(رواه الترمذى)
(رواه الترمذى)