মা'আরিফুল হাদীস
রোযা অধ্যায়
হাদীস নং: ৯২
রোযা অধ্যায়
সাহরী ও ইফতার সম্পর্কে কতিপয় দিকনির্দেশনা
৯২. হযরত আমর ইবনুল আস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমাদের রোযা ও আহলে কিতাবদের রোযার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী জিনিসটি হল সাহরী খাওয়া। -মুসলিম
کتاب الصوم
عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « فَصْلُ مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَامِ أَهْلِ الْكِتَابِ ، أَكْلَةُ السَّحَرِ »
(رواه مسلم)
(رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
কথাটির মর্ম এই যে, আহলে কিতাবের নিকট রোযার জন্য সাহরী নেই, আর আমাদের নিকট সাহরী খাওয়ার হুকুম রয়েছে। এ জন্য এ পার্থক্য ও বৈশিষ্ট্যকে বাস্তব আমলের ক্ষেত্রেও প্রতিষ্ঠিত রাখতে হবে এবং আল্লাহ্ তা'আলার এ অনুগ্রহের যে, তিনি আমাদের জন্য সহজ বিধান দিয়েছেন, এর শুকরিয়া আদায় করতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)