মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ৮৭
রোযা অধ্যায়
সংবাদ ও সাক্ষ্যের দ্বারা চাঁদ প্রমাণিত হওয়া প্রসঙ্গ
৮৭. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, এক বেদুঈন নবী করীম (ﷺ)এর খেদমতে এসে বলল, আমি আজ রমযানের চাঁদ দেখেছি। রাসূলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞাসা করলেন: তুমি কি একথার সাক্ষ্যদান কর যে, আল্লাহ ছাড়া কোন মা'বুদ নেই? সে বলল, হ্যাঁ। তিনি আবার জিজ্ঞাসা করলেন: তুমি কি এ কথার সাক্ষ্য দাও যে, মুহাম্মদ (ﷺ) আল্লাহর রাসূল? সে উত্তর দিল, হ্যাঁ। (অর্থাৎ, আমি তওহীদ ও রেসালতে বিশ্বাসী মুসলমান।) রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেনঃ হে বিলাল! তুমি লোকদের মাঝে এ ঘোষণা দিয়ে দাও যে, তারা যেন আগামীকাল থেকে রোযা রাখে। -আবু দাউদ, তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ, দারেমী
کتاب الصوم
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ : إِنِّي رَأَيْتُ الْهِلَالَ ، فَقَالَ : « أَتَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، قَالَ : نَعَمْ. أَتَشْهَدُ وَأَنِّ مُحَمَّدًا رَّسُولُ اللَّهِ؟ » قَالَ : نَعَمْ. قَالَ : « يَا بِلَالُ ، اَذِّنْ فِي النَّاسِ ، أَنْ يَّصُومُوا غَدًا »
(رواه ابوداؤد والترمذى والنسائى وابن ماجه والدارمى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা গেল যে, চাঁদ দেখার সাক্ষ্য ও সংবাদ গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে এই যে, সংবাদদাতা অথবা সাক্ষ্য প্রদানকারীকে মুসলমান হতে হবে। কেননা, সে-ই এর নাজুকতা ও গুরুদায়িত্ব উপলব্ধি করতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান