মা'আরিফুল হাদীস
রোযা অধ্যায়
হাদীস নং: ৮৬
রোযা অধ্যায়
চাঁদ দেখা প্রসঙ্গ
৮৬. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) শা'বানের দিন-তারিখ যেভাবে মনে রাখতেন, অন্য কোন মাসের দিন-তারিখ এভাবে মনে রাখতেন না। তারপর রমযানের চাঁদ দেখে তিনি রোযা রাখতেন। যদি (২৯শে শা'বান) চাঁদ দেখা না যেত, তাহলে ৩০ দিন পূর্ণ করে রোযা রাখতেন। -আবূ দাউদ
کتاب الصوم
عَنْ عَائِشَةَ قَالَتْ : « كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَفَّظُ مِنْ شَعْبَانَ مَا لَا يَتَحَفَّظُ مِنْ غَيْرِهِ ، ثُمَّ يَصُومُ لِرُؤْيَةِ رَمَضَانَ ، فَإِنْ غُمَّ عَلَيْهِ عَدَّ ثَلَاثِينَ يَوْمًا ثُمَّ صَامَ »
(رواه ابوداؤد)
(رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসটির মর্ম এই যে, রাসূলুল্লাহ (ﷺ) রমযান মাসের গুরুত্বের কারণে শা'বানের চাঁদ দেখা ও এর তারিখ মনে রাখার প্রতি বিশেষ যত্নবান থাকতেন। তারপর যদি ২৯শে শা'বান রমযানের চাঁদ দেখা দিত, তাহলে রমযানের রোযা রাখা শুরু করে দিতেন, আর চাঁদ দেখা না গেলে শা'বানের ৩০ দিন পূর্ণ করে রোযা রাখতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)