মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ৮৫
রোযা অধ্যায়
চাঁদ দেখা প্রসঙ্গ
৮৫. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: রমযানের (হিসাব ঠিক রাখার) জন্য তোমরা শা'বানের চাঁদকে ভালভাবে গণনা কর। -তিরমিযী
کتاب الصوم
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَحْصُوا هِلاَلَ شَعْبَانَ لِرَمَضَانَ.
(رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসটির মর্ম এই যে, রমযানের প্রতি লক্ষ্য রাখার জন্য শা'বানের চাঁদ দেখার প্রতি বিশেষভাবে যত্নবান থাকা চাই এবং এর দিন-তারিখ মনে রাখার জন্য চিন্তা-ভাবনা ও চেষ্টা করা চাই। এভাবে যখন ২৯ দিন পূর্ণ হয়ে যাবে, তখন রমযানের চাঁদ দেখার চেষ্টা করতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান