মা'আরিফুল হাদীস

যাকাত অধ্যায়

হাদীস নং: ২৮
যাকাত অধ্যায়
যদি সওয়াল ও মনের লোভ ছাড়া কোন কিছু পাওয়া যায় তাহলে এটা গ্রহণ করে নেওয়া চাই
২৮. হযরত উমর ইবনুল খাত্তাব রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (ﷺ) কখনো আমাকে কিছু মাল দিতে চাইতেন। আমি তখন বলতাম, আমার চেয়ে বেশী অভাবী কাউকে এটা দিয়ে দিন। তিনি বলতেন: এটা গ্রহণ করে নাও এবং নিজের মালিকানায় নিয়ে নাও। (তারপর ইচ্ছা করলে) তুমি এটা দান করে দাও। বস্তুতঃ যে মাল-সম্পদ তোমার কাছে এভাবে আসে যে, তুমি তা পাওয়ার জন্য লালায়িতও নও এবং সওয়ালকারীও নও, তা (আল্লাহর দান মনে করে) গ্রহণ করে নাও। আর যা এভাবে তোমার কাছে আসে না, তার পেছনে তোমার মনকে ধাবিত করো না। বুখারী, মুসলিম
کتاب الزکوٰۃ
عَنْ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ : كَانَ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْطِينِي العَطَاءَ ، فَأَقُولُ : أَعْطِهِ مَنْ هُوَ أَفْقَرُ إِلَيْهِ مِنِّي ، فَقَالَ : « خُذْهُ إِذَا جَاءَكَ مِنْ هَذَا المَالِ شَيْءٌ وَأَنْتَ غَيْرُ مُشْرِفٍ وَلاَ سَائِلٍ ، فَخُذْهُ وَمَا لاَ فَلاَ تُتْبِعْهُ نَفْسَكَ »
(رواه البخارى ومسلم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান