মা'আরিফুল হাদীস
যাকাত অধ্যায়
হাদীস নং: ২৭
যাকাত অধ্যায়
মানুষের কাছে সওয়াল না করার উপর জান্নাতের প্রতিশ্রুতি
২৭. হযরত সাওবান রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আমাকে এ প্রতিশ্রুতি দিবে যে, সে মানুষের কাছে কোন কিছু সওয়াল করবে না, আমি তাকে জান্নাতের প্রতিশ্রুতি দিব। সাওবান বললেন, আমি এ প্রতিজ্ঞা করছি। বর্ণনাকারী বলেন, এ কারণে হযরত সাওবান কারো কাছে কোন কিছু সওয়াল করতেন না। -আবূ দাউদ, নাসায়ী
کتاب الزکوٰۃ
عَنْ ثَوْبَانُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « مَنْ يَكْفُلُ لِي أَنْ لَا يَسْأَلَ النَّاسَ شَيْئًا ، فأَتَكَفَّلُ لَهُ بِالْجَنَّةِ فَقَالَ ثَوْبَانُ : أَنَا ، فَكَانَ لَا يَسْأَلُ أَحَدًا شَيْئًا.
(رواه ابوداؤد والنسائى)
(رواه ابوداؤد والنسائى)