মা'আরিফুল হাদীস

যাকাত অধ্যায়

হাদীস নং: ২৪
যাকাত অধ্যায়
সওয়ালে সর্বাবস্থায়ই অপমান রয়েছে
২৪. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) একদিন দান খয়রাত এবং সওয়াল থেকে বিরত থাকার প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে মিম্বরে দাঁড়িয়ে বললেন: উপরের হাত নীচের হাত থেকে উত্তম। আর উপরের হাত হচ্ছে দানের হাত এবং নীচের হাত হচ্ছে ভিক্ষার হাত। -বুখারী, মুসলিম
کتاب الزکوٰۃ
عَنِ بْنِ عُمَر أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَهُوَ عَلَى المِنْبَرِ وَهُوَ يَذْكُرُ الصَّدَقَةَ وَالتَّعَفُّفَ عَنِ الْمَسْأَلَةِ اليَدُ العُلْيَا خَيْرٌ مِنَ اليَدِ السُّفْلَى ، فَاليَدُ العُلْيَا : هِيَ المُنْفِقَةُ ، وَالسُّفْلَى : هِيَ السَّائِلَةُ.
(رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসটির মর্ম এই যে, দাতার অবস্থান উপরে এবং সম্মানের, আর গ্রহীতার অবস্থান নীচে এবং অপমানের। তাই মু'মিন ব্যক্তিকে দাতা হতে হবে এবং যতদূর সম্ভব নিজেকে সাহায্যপ্রার্থী হওয়ার অপমান থেকে বাঁচাতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান