মা'আরিফুল হাদীস

যাকাত অধ্যায়

হাদীস নং: ২০
যাকাত অধ্যায়
যাকাত-সদাকার হকদার কারা
২০. রাসূলুল্লাহ (ﷺ)-এর আযাদকৃত গোলাম হযরত আবু রাফে রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বনী মাখযূমের এক ব্যক্তিকে যাকাত আদায় করার জন্য প্রেরণ করলেন। ঐ মাখযুমী লোকটি আবু রাফেকে বলল, তুমিও আমার সাথে চল, যাতে তুমিও এখান থেকে কিছু পেয়ে যাও। আর রাফে বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে গিয়ে এ ব্যাপারে জিজ্ঞাসা না করা পর্যন্ত তোমার সাথে যেতে পারব না। তারপর আবু রাফে রাসূলুল্লাহ (ﷺ)এর খেদমতে হাজির হয়ে এ ব্যাপারে জিজ্ঞাসা করলেন। তিনি উত্তরে বললেন: আমাদের জন্য যাকাত গ্রহণ করা হালাল নয়, আর কোন পরিবারের গোলামও ঐ পরিবারের লোকদের মধ্যেই গণ্য। (তাই আমাদের মত তোমার জন্যও যাকাত গ্রহণ করা জায়েয নয়।) -তিরমিযী, আবু দাউদ, নাসায়ী
کتاب الزکوٰۃ
عَنْ ابْنِ أَبِي رَافِعٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ رَجُلًا مِنْ بَنِي مَخْزُومٍ عَلَى الصَّدَقَةِ ، فَقَالَ لِأَبِي رَافِعٍ : اصْحَبْنِي كَيْمَا تُصِيبَ مِنْهَا ، فَقَالَ : لَا ، حَتَّى آتِيَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْأَلَهُ ، فَانْطَلَقَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَسَأَلَهُ فَقَالَ : « إِنَّ الصَّدَقَةَ لَا تَحِلُّ لَنَا ، وَإِنَّ مَوَالِيَ القَوْمِ مِنْ أَنْفُسِهِمْ »
(رواه الترمذى وابوداؤد والنسائى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে একটি কথা তো এই জানা গেল যে, যেভাবে রাসূলুল্লাহ (ﷺ) এবং তাঁর খান্দানের লোকদের জন্য যাকাত বৈধ নয়, তেমনিভাবে তাঁর এবং তাঁর খান্দানের লোকদের গোলামদের জন্যও যাকাত গ্রহণ বৈধ নয়। এমনকি আযাদ হয়ে যাওয়ার পরও তারা যাকাতের তহবিল থেকে কিছু নিতে পারবে না। দ্বিতীয় বিষয়টি এই জানা গেল যে, যাকাত তহশীলের বিনিময় ও পারিশ্রমিক হিসাবে ঐ যাকাত থেকে প্রত্যেক কর্মচারীকে (সে যদি ধনীও হয়) বেতন-ভাতা দেওয়া যায়। তবে রাসূলুল্লাহ (ﷺ)-এর বংশের লোক এবং তাদের গোলামদের জন্য এরও অবকাশ নেই। তৃতীয় একটি বিষয় এ হাদীস থেকে এও জানা গেল যে, রাসূলুল্লাহ (ﷺ) এবং ইসলামী আইন গোলামদেরকে ঐ যুগে যখন দুনিয়াতে তাদের কোন মূল্যায়নই ছিল না- কি সুউচ্চ মর্যাদা দিয়েছিল এবং আইনগত মালিকদের খান্দানী বৈশিষ্ট্যসমূহের মধ্যে পর্যন্ত তাদেরকে অংশীদার করে দিয়েছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান