মা'আরিফুল হাদীস

যাকাত অধ্যায়

হাদীস নং: ১৭
যাকাত অধ্যায়
যাকাত-সদাকার হকদার কারা
১৭. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় রাস্তায় একটি খেজুর দেখতে পেলেন। তিনি বললেন: আমার যদি এ আশংকা না হত যে, এটা যাকাতের কোন মাল হবে, তাহলে আমি এটা উঠিয়ে খেয়ে নিতাম। -বুখারী, মুসলিম
کتاب الزکوٰۃ
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمْرَةٍ فِي الطَّرِيقِ ، قَالَ : « لَوْلاَ أَنِّي أَخَافُ أَنْ تَكُونَ مِنَ الصَّدَقَةِ لَأَكَلْتُهَا »
(رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

এখানে হুযুর (ﷺ) এর এ কথাটি বলা আসলে লোকদেরকে এ শিক্ষা দেওয়ার জন্য ছিল যে, আল্লাহর কোন রিযিক ও নে'আমত- তা যত কম মূল্যেরই হোক না কেন- যদি রাস্তায় পড়ে থাকতে দেখা যায়, তাহলে এর সম্মান ও ক্বদর করতে হবে এবং আল্লাহ্ যে উদ্দেশ্যে এটা সৃষ্টি করেছেন, তা দিয়ে সেই কাজ নিতে হবে। এর সাথে তিনি এ কথা বলেন: "আমি এটা এ জন্য খাচ্ছি না যে, হয়তো এটা যাকাতের খেজুরের মধ্য থেকে পড়ে গিয়ে থাকবে।" সন্দেহযুক্ত জিনিস পরিহার করার এবং সতর্কতার উপর আমল করার শিক্ষাও মুত্তাকীদেরকে দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান