মা'আরিফুল হাদীস

যাকাত অধ্যায়

হাদীস নং: ১৮
যাকাত অধ্যায়
যাকাত-সদাকার হকদার কারা
১৮. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আলী রাযি.-এর পুত্র হযরত হাসান (বাল্যকালে) একবার যাকাতের খেজুর থেকে একটি খেজুর নিয়ে নিজের মুখে দিয়ে ফেললেন। রাসূলুল্লাহ (ﷺ) এটা দেখে মুখে কাখ্ কাখ্ শব্দ করলেন। (অবুঝ শিশুরা মুখে কোন অখাদ্য নিলে আমরা যেমন আখ, ওয়াক্, ছি, থু ইত্যাদি শব্দ করে থাকি) যাতে তিনি এটা ফেলে দেন। তারপর বললেন: তুমি কি জান না যে, আমরা (বনী হাশেম) যাকাত-সদাকা খাই না। বুখারী, মুসলিম
کتاب الزکوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : أَخَذَ الحَسَنُ بْنُ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ ، فَجَعَلَهَا فِي فِيهِ ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « كِخْ كِخْ » لِيَطْرَحَهَا ، ثُمَّ قَالَ : « أَمَا شَعَرْتَ أَنَّا لاَ نَأْكُلُ الصَّدَقَةَ »
(رواه البخارى ومسلم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান