মা'আরিফুল হাদীস

যাকাত অধ্যায়

হাদীস নং: ১১
যাকাত অধ্যায়
যাকাত অগ্রিমও আদায় করা যায়
১১. হযরত আলী রাযি. থেকে বর্ণিত, হযরত আব্বাস রাযি. সময় হওয়ার পূর্বেই তার যাকাত অগ্রিম আদায়ের ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ)এর কাছে জিজ্ঞাসা করলেন। তিনি তখন তাকে এর অনুমতি দিয়ে দিলেন। -আবূ দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ্, দারেমী।
کتاب الزکوٰۃ
عَنْ عَلِيٍّ ، ‏‏‏‏‏‏أَنَّ الْعَبَّاسَ سَأَلَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي تَعْجِيلِ صَدَقَتِهِ قَبْلَ أَنْ تَحِلَّ ، ‏‏‏‏‏‏فَرَخَّصَ لَهُ فِي ذَلِكَ".
(رواه ابوداؤد والترمذى وابن ماجه والدارمى)
tahqiqতাহকীক:তাহকীক চলমান