মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ৩৫১
সলাত অধ্যায়
মৃতদের জন্য ইসালে সাওয়াব
৩৫১. হযরত আবদুল্লাহ্ ইবনে আমর ইবনুল আ'স (রা.) থেকে বর্ণিত যে, আস ইবনে ওয়াইল (রা) মৃত্যুর সময় এই মর্মে ওয়াসীয়্যাত করে যায় যে, তার পক্ষ থেকে যেন একশ' দাস মুক্ত করা হয়। সেমতে (তার এক পুত্র) হিশাম ইবনুল আস (রা) তার পক্ষ থেকে পঞ্চাশজন দাস মুক্ত করে। দ্বিতীয় পুত্র আমর ইবনুল আস (রা) অবশিষ্ট পঞ্চাশজন দাস মুক্ত করার সংকল্প ব্যক্ত করেন। কিন্তু তিনি এ বিষয় নবী কারীম ﷺ-এর কাছে প্রশ্ন করে বিষয়টি জেনে নিতে চাইলেন। তারপর আমর তাঁর নিকট গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল! আমাদের পিতা একশ' দাস মুক্ত করার ওয়াসীয়্যাত করেছিলেন। হিশাম তার পক্ষ থেকে পঞ্চাশজন দাস মুক্ত করে দিয়েছে এবং অবশিষ্ট পঞ্চাশ জনকে আমি কি তার পক্ষ থেকে মুক্ত করে দিব? রাসূলুল্লাহ ﷺ বললেনঃ তোমাদের পিতা যদি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করত এবং তোমরা তার পক্ষ থেকে দাস মুক্ত করতে অথবা অন্য কোন কিছু দান করতে অথবা তার পক্ষে হজ্জ করতে তাহলে সে আমালের সাওয়াব তার আত্মায় পৌঁছত। (আবু দাউদ)।
کتاب الصلوٰۃ
عَنْ عَبْدِاللهِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ الْعَاصَ بْنَ وَائِلٍ أَوْصَى أَنْ يُعْتِقَ عَنْهُ مِائَةُ رَقَبَةٍ ، فَأَعْتَقَ ابْنُهُ هِشَامٌ خَمْسِينَ رَقَبَةً ، فَأَرَادَ ابْنُهُ عَمْرٌو أَنْ يُعْتِقَ عَنْهُ الْخَمْسِينَ الْبَاقِيَةَ ، فَقَالَ : حَتَّى أَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي أَوْصَى بِعَتْقِ مِائَةِ رَقَبَةٍ ، وَإِنَّ هِشَامًا أَعْتَقَ عَنْهُ خَمْسِينَ وَبَقِيَتْ عَلَيْهِ خَمْسُونَ رَقَبَةً ، أَفَأُعْتِقُ عَنْهُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « إِنَّهُ لَوْ كَانَ مُسْلِمًا فَأَعْتَقْتُمْ عَنْهُ أَوْ تَصَدَّقْتُمْ عَنْهُ أَوْ حَجَجْتُمْ عَنْهُ بَلَغَهُ ذَلِكَ » (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

ইসালে সাওয়াবের মাসআলায় আলোচ্য হাদীসখানা খুবই সুস্পষ্ট। এত দান সাদাকা দ্বারা ইসালে সাওয়াব ব্যতীত হজ্জের বিষয়ও উল্লেখ আছে। মুসনাদে আহমাদে আলোচ্য হাদীসে হজ্জের পরিবর্তে সিয়ামের কথা উল্লিখিত হয়েছে।

আলোচ্য হাদীসে একটি মূলনীতি সম্পর্কেও জানা গেল যে, মৃতদেরকে এসব কাজের সাওয়াব পৌঁছান হয়ে থাকে। তবে মৃতের মুসলমান হওয়া পূর্বশর্ত। আল্লাহ্ তা'আলা আমাদের সবাইকে এ থেকে উপকৃত হওয়ার তাওফীক দিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান