মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ৩৫০
সলাত অধ্যায়
কারো মৃত্যুর পর তার জন্য মাগফিরাত ও রহমতের দু’আ করা, দয়া-করুণা প্রার্থনা করা—এসবই তার প্রতি সদাচরণের সর্বোত্তম পদ্ধতি। জানাযার সালাত আদায় করার মূল উদ্দেশ্যও এটাই। কবর যিয়ারত বিষয়ক হাদীস সমূহের মধ্যে দু'টি হাদীসে কবরবাসীকে সালাম দেওয়ার সাথে সাথে মাগফিরাত চাওয়ার বিষয়ও বর্ণিত হয়েছে। মৃতের কল্যাণে দু'আ করার আরো একটি ফলদায়ক পদ্ধতি রাসূলুল্লাহ ﷺ শিক্ষা দিয়েছেন। আর তা হল, মৃতের পক্ষ থেকে দান-সাদাকা অথবা সাওয়াবের কোন কাজ করা। একেই বলে ইসালে সাওয়াব। এ পর্যায়ে নিম্নবর্ণিত দু'টি সাহীস পাঠ করে নেয়া যেতে পারে।
৩৫০. হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত যে, সা'দ ইবনে উবায়দা (রা.)-এর মা যখন ইন্তিকাল করেন তখন তিনি উপস্থিত ছিলেন না। সেমতে তিনি বললেন: হে আল্লাহর রাসূল! আমি আমার মায়ের কাছে অনুপস্থিত থাকাকালে তিনি ইন্তিকাল করেছেন। সুতরাং আমি যদি তাঁর নামে দান সাদাকা করি তাতে তিনি উপকৃত হবেন কি? তিনি বললেন: হ্যাঁ। তখন সা'দ বললেন, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি তাঁর নামে আমার (মিখরাফ নামক) একটি বাগান দান করে দিলাম। (বুখারী)
کتاب الصلوٰۃ
عَنِ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا : أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ تُوُفِّيَتْ أُمُّهُ وَهُوَ غَائِبٌ عَنْهَا ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي تُوُفِّيَتْ وَأَنَا غَائِبٌ عَنْهَا ، أَيَنْفَعُهَا شَيْءٌ إِنْ تَصَدَّقْتُ بِهِ عَنْهَا؟ قَالَ : « نَعَمْ » ، قَالَ : فَإِنِّي أُشْهِدُكَ أَنَّ حَائِطِيَ المِخْرَافَ صَدَقَةٌ عَلَيْهَا. (رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসের আলোকে বলা যায় যে, ইসালে সাওয়াবের মাস-আলা খুবই পরিষ্কার। প্রায় অনুরূপ অর্থবোধক একটি হাদীস হযরত আয়েশা (রা.) সূত্রে সহীহ বুখারী ও সহীহ মুসলিমে স্থান পেয়েছে। তবে তাতে হযরত সা'দ (রা.)-এর নাম আসেনি। কিন্তু হাদীসবিশারদগণ বলেছেন, এ হাদীস ও উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)