মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ৩৪৫
সলাত অধ্যায়
কবর সম্পর্কে (নবী কারীম ﷺ এর) পথ নির্দেশ
৩৪৫. হযরত আবূ মারসাদ গানাবী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তোমরা কবরের উপর বসবে না এবং তার দিকে মুখ করে সালাতও আদায় করবে না। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « لَا تَجْلِسُوا عَلَى الْقُبُورِ ، وَلَا تُصَلُّوا إِلَيْهَا » (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

উপরে বর্ণিত হয়েছে যে, কবরে বসার ফলে কবরকে অসম্মানিত করা হয়। পরবর্তী হাদীস থেকে জানা যায় যে, এতে কবরবাসী কষ্ট অনুভব করে। আর কবরের দিকে মুখ করে সালাত আদায়ে নিষেধাজ্ঞার মূলে রয়েছে উম্মাতকে শিরক থেকে রক্ষা করা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান