মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ৩৩৯
সলাত অধ্যায়
লাশ দাফনের রীতিনীতি ও তার আদাব
৩৩৯. হযরত আমির ইবনে সাদ ইবনে আবু ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত যে, সা'দ ইবনে আবু ওয়াককাস (রা.) তাঁর মৃত্যু পীড়ায় আক্রান্ত অবস্থায় বলেছেন, আমার জন্য যেন লাহাদ কবর (বুগলী) কবর তৈরি করা হয় এবং তাতে যেন কাঁচা ইট লাগানো হয় যেমনিভাবে রাসূলুল্লাহ ﷺ-এর কবরে কাঁচা ইট লাগানো হয়েছিল। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ، أَنَّ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ ، قَالَ : فِي مَرَضِهِ الَّذِي هَلَكَ فِيهِ : « الْحَدُوا لِي لَحْدًا ، وَانْصِبُوا عَلَيَّ اللَّبِنَ نَصْبًا ، كَمَا صُنِعَ بِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ » (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীস থেকে জানা গেল যে, বুগলী কবরই উত্তম। তবে তাতে কাঁচা ইট বিছিয়ে দেওয়া চাই। রাসূলুল্লাহ ﷺ-এর কবরও ঠিক এভাবে তৈরি করা হয়েছিল। কিন্তু কাঁচা মাটি হওয়ার দরুন যদি বগলী কবর খনন করা না যায় তবে 'শিকক' কবর খনন করা যেতে পারে। কোন কোন বর্ণনা সূত্রে জানা যায় যে, রাসূলুল্লাহ ﷺ-এর জীবদ্দশায় উভয় প্রকার কবর তৈরি করা হতো। তবে বগলী কবরই উত্তম।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)