মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ৩৩৮
সলাত অধ্যায়
জানাযার সালাতে অধিক সংখ্যক লোক সমাবেশের বরকত এবং গুরুত্ব
৩৩৮. হযরত মালিক ইবনে হুবায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি: যে কোন মুসলমান ইন্তিকাল করার পর যদি মুসলমানদের তিন সারি লোক তার জানাযার সালাত আদায় করে ও তার জন্য দু'আ করে তবে আল্লাহ্ তার জন্য জান্নাত অবধারিত করে দেন। (অধঃস্তন বর্ণনাকারী বলেন,) সুতরাং মালিক ইবনে হুবায়র যখন জানাযায় কম লোক দেখতেন তখন এই হাদীসের উপর ভিত্তি করে তাদেরকে তিন সারিতে ভাগ করে দিতেন। (আবূ দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ مَالِكِ بْنِ هُبَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ فَيُصَلِّي عَلَيْهِ ثَلَاثَةُ صُفُوفٍ مِنَ الْمُسْلِمِينَ ، إِلَّا أَوْجَبَ » ، فَكَانَ مَالِكٌ « إِذَا اسْتَقَلَّ أَهْلَ الْجَنَازَةِ جَزَّأَهُمْ ثَلَاثَةَ صُفُوفٍ لِهَذَا لِلْحَدِيثِ » (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

এক হাদীসে একশ' লোকের কোন জানাযায় অংশগ্রহণের কথা এসেছে। আরেক হাদীসে কারো জানাযায় চল্লিশ জন লোকের অংশগ্রহণের কথা এসেছে। এবং এ হাদীসে সর্বশেষ মালিক ইবনে হুবায়র বর্ণিত হাদীসে কারো জানাযায় তিন সারি মুসলমান শরীক হলে মাগফিরাত ও জান্নাত লাভের বিষয় পরিষ্কার বর্ণনা দেওয়া হয়েছে। এ থেকে স্পষ্টত জানা যায় যে, বিভিন্ন সময়ে আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে রাসূলুল্লাহ ﷺ কে এই তিনটি কথা জানিয়ে দেওয়া হয়েছে। সম্ববত তাঁকে প্রথমে বলা হয়েছে যে, কোন মুসলমান ব্যক্তির জানাযায় যদি একশ' লোক অংশগ্রহণ করে এবং তাতে তারা মৃতের জন্য মাগফিরাত ও রহমতের দু'আ করে, তবে আল্লাহ্ তা'আলা মৃতের পক্ষে এই দু'আ কবুল করবেন। এরপর এ বিষয়টি আরেকটু হালকা করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে চল্লিশজন লোকও যদি কারো জানাযায় অংশগ্রহণ করে এবং তাদের সংখ্যা যদি চল্লিশের কমও হয় তবু ও তার জন্য এ সুসংবাদ রয়েছে।

বলাবাহুল্য, উল্লিখিত হাদীসসমূহ থেকে পরিষ্কার জানা গেল যে, জানাযায় অধিক লোকের সমাগম বরকত লাভের কারণ বটে। কাজেই যতদূর সম্ভব অধিক সংখ্যক লোক একত্র করার চেষ্টা করা উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান