মা'আরিফুল হাদীস

সালাত অধ্যায়

হাদীস নং: ৩৩৭
সালাত অধ্যায়
জানাযার সালাতে অধিক সংখ্যক লোক সমাবেশের বরকত এবং গুরুত্ব
৩৩৭. হযরত ইবনে আব্বাস (রা.)-এর মুক্তদাস কুরাইব সূত্রে আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত যে, কুদাইদ অথবা উসফান নামক স্থানে ইবনে আব্বাস (রা.)-এর এক পুত্র ইন্তিকাল করেন। এমতাবস্থায় তিনি বললেনঃ হে কুরাইব দেখে এস, কি পরিমাণ লোক জানাযার জন্য জড়ো হয়েছে। তিনি বলেন, আমি বেরিয়ে গেলাম এবং লোকদের জমায়েত সম্পর্কে তাঁকে অবহিত করলাম। তিনি জিজ্ঞেস করলেন, তাদের সংখ্যা চল্লিশ হবে কি? কুরাইব বললেন, হ্যাঁ। তিনি বললেন, তাকে বের করে নিয়ে এসো। কেননা আমি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি যে কোন মুসলমানের মৃত্যুর পর তার জানাযায় যদি অংশীবাদী নয় এমন চল্লিশজন লোক অংশগ্রহণ করে, নিশ্চয়ই 'আল্লাহ্ তার সম্পর্কে তাদের সুপারিশ কবুল করেন। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ كُرَيْبٍ ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ ، أَنَّهُ مَاتَ لَهُ ابْنٌ بِقُدَيْدٍ أَوْ بِعُسْفَانَ فَقَالَ : يَا كُرَيْبُ ، انْظُرْ مَا اجْتَمَعَ لَهُ مِنَ النَّاسِ ، قَالَ : خَرَجْتُ ، فَإِذَا نَاسٌ قَدِ اجْتَمَعُوا لَهُ ، فَأَخْبَرْتُهُ ، فَقَالَ : تَقُولُ هُمْ أَرْبَعُونَ؟ قَالَ : نَعَمْ ، قَالَ : أَخْرِجُوهُ ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ : « مَا مِنْ رَجُلٍ مُسْلِمٍ يَمُوتُ ، فَيَقُومُ عَلَى جَنَازَتِهِ أَرْبَعُونَ رَجُلًا ، لَا يُشْرِكُونَ بِاللهِ شَيْئًا ، إِلَّا شَفَّعَهُمُ اللهُ فِيهِ » (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

১. এ হাদীসে কারো জানাযায় চল্লিশ জন লোকের অংশগ্রহণের কথা বলা হয়েছে। আরেক হাদীসে একশ' লোকের কোন জানাযায় অংশগ্রহণের কথা এসেছে। অন্য একটি হাদীসে সর্বশেষ মালিক ইবনে হুবায়র বর্ণিত হাদীসে কারো জানাযায় তিন সারি মুসলমান শরীক হলে মাগফিরাত ও জান্নাত লাভের বিষয় পরিষ্কার বর্ণনা দেওয়া হয়েছে। এ থেকে স্পষ্টত জানা যায় যে, বিভিন্ন সময়ে আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে রাসূলুল্লাহ ﷺ কে এই তিনটি কথা জানিয়ে দেওয়া হয়েছে। সম্ববত তাঁকে প্রথমে বলা হয়েছে যে, কোন মুসলমান ব্যক্তির জানাযায় যদি একশ' লোক অংশগ্রহণ করে এবং তাতে তারা মৃতের জন্য মাগফিরাত ও রহমতের দু'আ করে, তবে আল্লাহ্ তা'আলা মৃতের পক্ষে এই দু'আ কবুল করবেন। এরপর এ বিষয়টি আরেকটু হালকা করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে চল্লিশজন লোকও যদি কারো জানাযায় অংশগ্রহণ করে এবং তাদের সংখ্যা যদি চল্লিশের কমও হয় তবু ও তার জন্য এ সুসংবাদ রয়েছে।

বলাবাহুল্য, উল্লিখিত হাদীসসমূহ থেকে পরিষ্কার জানা গেল যে, জানাযায় অধিক লোকের সমাগম বরকত লাভের কারণ বটে। কাজেই যতদূর সম্ভব অধিক সংখ্যক লোক একত্র করার চেষ্টা করা উচিত।

২. 'কুদাইদ' মক্কা ও মদীনার পথে রাবিগ নামক স্থানের নিকটবর্তী একটি অঞ্চলের নাম। আর উসফান মক্কা ও রাবিগ এর মধ্যবর্তী মক্কা থেকে আনুমানিক ৩৫ কিংবা ৩৬ মাইল দূরবর্তী একটি বস্তির নাম। হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা.) তনয় কুদাইদে না উসফান নামক স্থানে ইন্তিকাল করেন সে বিষয়ে বর্ণনাকারীর সন্দেহ রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান