মা'আরিফুল হাদীস
সালাত অধ্যায়
হাদীস নং: ৩৩২
সালাত অধ্যায়
জানাযার সালাত এবং মৃতের জন্য দু'আ
৩৩২. হযরত আবূ হুরায়ারা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তোমরা যখন কোন মৃতের জানাযার সালাত আদায় করবে, তখন তার জন্য নিষ্ঠার সাথে দু'আ করবে। (আবূ দাউদ ও ইবনে মাজাহ)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « إِذَا صَلَّيْتُمْ عَلَى الْمَيِّتِ ، فَأَخْلِصُوا لَهُ الدُّعَاءَ » (رواه ابوداؤد وابن ماجه)
হাদীসের ব্যাখ্যা:
জানাযার সালাতের মূল উদ্দেশ্য হল, মৃতের জন্য দু'আ করা। কেননা প্রথম তাকবীরের পর আল্লাহর প্রশংসা ও গুণ-কীর্তন এবং দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পাঠ করা মূলতঃ আল্লাহর কাছে দু'আ করারই ভূমিকা স্বরূপ। রাসূলুল্লাহ ﷺ জানাযার সালাতে যে সব দু'আ পাঠ করতেন তা ঐ স্থানের জন্য খুবই উপযোগী।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)