মা'আরিফুল হাদীস

সালাত অধ্যায়

হাদীস নং: ৩৩১
সালাত অধ্যায়
জানাযার পেছনে দ্রুত চলা এবং তাড়াতাড়ি করার নির্দেশ
৩৩১. হযরত আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: মৃতকে তাড়াতাড়ি দাফন করে দাও। যদি সে সৎকর্মশীল হয়, তবে তাকে কল্যাণের দিকে অগ্রসর করে দিলে। পক্ষান্তরে যদি অন্য কিছু হয়, তবে মন্দকে তোমার কাঁধ থেকে সরিয়ে দিলে। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « أَسْرِعُوا بِالْجِنَازَةِ ، فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرٌ تُقَدِّمُونَهَا ، وَإِنْ يَكُ سِوَى ذَلِكَ ، فَشَرٌّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ » (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসের মূল বক্তব্য হচ্ছে, লাশ যত তাড়াতাড়ি সম্ভব তার ঠিকানায় পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। কাফন পরানোর কাজে নিষ্প্রয়োজনে বিলম্ব না করাই উচিত এবং দাফনের জন্য রওয়ানা করার পর অনর্থক ধীরেধীরে চলা অনুচিত। বরং যথাযোগ্য দ্রুত গতিতে চলতে হবে। যদি মৃত ব্যক্তি সৎকর্মশীল হয় এবং আল্লাহর রহমতের পূর্ণ অধিকারী হয়, তবে অবিলম্বে তাকে তার ঠিকানায় পৌঁছে দেওয়া উচিত। আল্লাহ্ না করুন যদি বিপরীত হয়, তবুও তাকে তাড়াতাড়ি বিদায় দিয়ে বোঝা হালকা করে নেয়া উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান