মা'আরিফুল হাদীস

সালাত অধ্যায়

হাদীস নং: ৩২৭
সালাত অধ্যায়
কাফনে কয়টি কাপড় হবে এবং তা কিরূপ হওয়া বাঞ্ছনীয়?
৩২৭. হযরত জাবির (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তোমাদের কেউ যখন তার ভাইকে (কোন মুসলমানকে) কাফন পরায় সে যেন তাকে উত্তমরূপে কাফন পরায়। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ جَابِرٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « إِذَا كَفَّنَ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيُحْسِنْ كَفَنَهُ » (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীসে মৃতের সম্মানের প্রতি যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, কোন মৃতকে কবরে দাফন করা এবং মাটিতে শুইয়ে দেওয়া মূলত তার সম্মানের প্রতিই ইংগিত করে। পুরাতন ও ছেঁড়া-ফাঁড়া কাপড় দিয়ে কাফন না পরানো চাই। মৃতের মর্যাদার দিকে লক্ষ্য করে সম্মানজনকভাবে তার কাফন পরানো উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান