মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ৩২৬
সলাত অধ্যায়
কাফনে কয়টি কাপড় হবে এবং তা কিরূপ হওয়া বাঞ্ছনীয়?
৩২৬. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ কে তিনটি সাদা সাহুলী সূতি কাপড় দিয়ে কাফন দেওয়া হয়েছিল। তবে কাপড়সমূহের মধ্যে কামিস ও পাগড়ী ছিল না। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا : « أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُفِّنَ فِي ثَلاَثَةِ أَثْوَابٍ يَمَانِيَةٍ بِيضٍ ، سَحُولِيَّةٍ لَيْسَ فِيهِنَّ قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ » (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

অধিকাংশ ভাষ্যকার সাহুলী কাপড়ের ব্যাখ্যায় বলেছেন: ইয়ামানের একটি বস্তীর নাম সাহুলী। ঐ এলাকার কাপড় ছিল খুবই প্রসিদ্ধ। অন্যান্য ব্যাখ্যাকারগণ অন্য ব্যাখ্যাও প্রদান করেছেন। কিন্তু প্রসিদ্ধ অভিমত হল এই যে, রাসূলুল্লাহ ﷺ ইন্তিকালের পূর্বেত্ত ইয়ামানী চাদর ব্যবহার করেছিলেন। ইন্তিকালের পর ত-ই তাঁর কাফন হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে তাঁর এ তিন কাফনের মধ্যে কামিজ (কোর্তা) ও পাগড়ী ছিলনা। পুরুষ লোকের কাফনের জন্য তিনটি কাপড়ই সুন্নাত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান