মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ৩১২
সলাত অধ্যায়
মৃত্যুর লক্ষণ স্পষ্ট হলে করণীয় কী?
৩১২. হযরত জাবির (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে তাঁর ইন্তিকালের তিনদিন পূর্বে বলতে শুনেছি, তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা ব্যতীত মৃত্যুবরণ না করে। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ جَابِرٍ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَبْلَ مَوْتِهِ بِثَلَاثَةِ أَيَّامٍ ، يَقُولُ : « لَا يَمُوتَنَّ أَحَدُكُمْ إِلَّا وَهُوَ يُحْسِنُ الظَّنَّ بِاللهِ عَزَّ وَجَلَّ » (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহর প্রতি মানুষের দৃঢ় বিশ্বাস স্থাপনের এটাই দাবি। আল্লাহকে ভয় করার সাথে সাথে তাঁর অনুগ্রহ কামনা করে মানুষ বিশেষ করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ কালে যেন তাঁর বিশেষ অনুগ্রহ আশা করে। রোগী যেন স্বয়ং এ চেষ্টা করে এবং তার সেবকও যেন তার সামনে এমন কথা বলে যাতে আল্লাহ্ সম্বন্ধে তার সুধারণা স্থাপিত হয় এবং দয়া ও অনুগ্রহ প্রাপ্তির আশার সঞ্চার হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান