মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ৩১১
সলাত অধ্যায়
মৃত্যুর লক্ষণ স্পষ্ট হলে করণীয় কী?
৩১১. হযরত মালিক ইবনে ইয়াসার (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তোমরা তোমাদের মুমূর্ষদের উপর সূরা ইয়াসীন পাঠ করবে। (আহমাদ, আবু দাউদ ও ইবনে মাজাহ)
کتاب الصلوٰۃ
عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : اِقْرَؤُا سُوْرَةَ يسن عَلَى مَوْتَاكُمْ. (رواه احمد وابوداؤد وابن ماجة)

হাদীসের ব্যাখ্যা:

এখানে মৃত্যু পথযাত্রীরূপে তাদের বুঝনো হয়েছে যাদের উপর মৃত্যুর লক্ষণ ফুটে উঠেছে। এর মধ্যে কী হিকমত নিহিত তা কেবল আল্লাহ্ তা'আলাই জানেন। তবে একথা স্পষ্ট যে এই সূরা ইয়াসীনও ঈমানের গুরুত্বপূর্ণ বিষয়াদি এবং মৃত্যু পরবর্তী জীবনের সবিস্তার বিবরণ স্থান পেয়েছে। فَسُبْحَانَ الَّذِي بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَإِلَيْهِ تُرْجَعُونَ "অতএব পবিত্র ও মহান তিনি যার হাতে প্রত্যেক বিষয়ের সার্বভৌম ক্ষমতা এবং তাঁরই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে। (৩৬, সূরা ইয়াসীন: ৮৩) আয়াতটি মৃত্যুর সময়ের খুবই উপাযোগী।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান