মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ৩১০
সলাত অধ্যায়
মৃত্যুর লক্ষণ স্পষ্ট হলে করণীয় কী?
৩১০. হযরত মু'আয ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যার (জীবনের) শেষ বাক্য হবে لا اله الا الله সে জান্নাতী। (আবূ দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « مَنْ كَانَ آخِرُ كَلَامِهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ » (رواه ابوداؤد)