মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ৩০৯
সলাত অধ্যায়
মৃত্যুর লক্ষণ স্পষ্ট হলে করণীয় কী?
৩০৯. হযরত আবু সাঈদ ও আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তাঁরা বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তোমরা মুমূর্ষু ব্যক্তিদেরকে একথা বলার উপদেশ দেবে যে لا اله الا الله "আল্লাহ্ ছাড়া কোন ইলাহ্ নেই" (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي سَعِيْدٍ وأَبِي هُرَيْرَةَ ، قَالَا : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللهُ » (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে মৃত বলতে মুমূর্ষু ব্যক্তি বুঝানো হয়েছে যার মৃত্যুর লক্ষণ পরিষ্কার হয়ে ওঠেছে। এসময় তাদের সামনে لا اله الا الله এই কালিমার উপদেশ দেওয়ার অর্থ হল, তার মন যেন আল্লাহর তাওহীদের দিকে ধাবিত হয়। যদি মুখে উচ্চারণ করতে পারে তাহলে কালিমা পাঠ করে যেন তার ঈমান শাণিত করে নেয় এবং এ অবস্থার মধ্য দিয়েই যেন দুনিয়া থেকে বিদায় নেয়।
আলিমগণ পরিষ্কারভাবে বলেছেন: মুমূর্ষু অবস্থায় যেন কালেমা পাঠ করানোর চেষ্টা করা না হয়। কারণ অজান্তে তার মুখ থেকে অন্য শব্দও বের হতে পারে। তাই মৃতের সামনে কেবল কালিমা পাঠ করাই যথেষ্ট।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান