মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ২৮২
সলাত অধ্যায়
সূর্য গ্রহণের সালাত এবং বৃষ্টি প্রার্থনার সালাত
২৮২. হযরত আবদুর রহমান ইবনে সামুরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমি তীর-ধনুক নিয়ে মদীনায় অনুশীলন করছিলাম। একবার রাসূলুল্লাহ ﷺ এর জীবদ্দশায় সূর্যগ্রহণ লাগল। আমি তীর-ধনুক রেখে দিলাম এবং বললাম, আল্লাহর শপথ! সূর্যগ্রহণকালে রাসূলুল্লাহ ﷺ কী করেন আমি অবশ্যই তা দেখব। তিনি বলেন, আমি দেখতে পেলাম, তিনি সালাতে দাঁড়িয়ে আছেন। হাত তুলে তিনি তাসবীহ্, হামদ, তাহলীল (লা-ইলাহা ইল্লাল্লাহ্) তাকবীর ও দু'আয় মশগুল আছেন। সূর্যগ্রহণ শেষ হওয়া পর্যন্ত সালাত ও দু'আ করতে থাকেন। এ সালাতে তিনি দু'টি সূরা পাঠ করেন এবং দুই রাক'আত সালাত আদায় করেন। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ قَالَ : كُنْتُ أَرْتَمِي بِأَسْهُمٍ لِي بِالْمَدِينَةِ فِي حَيَاةِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، إِذْ كَسَفَتِ الشَّمْسُ ، فَنَبَذْتُهَا ، فَقُلْتُ : وَاللهِ لَأَنْظُرَنَّ إِلَى مَا حَدَثَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي كُسُوفِ الشَّمْسِ ، قَالَ : « فَأَتَيْتُهُ وَهُوَ قَائِمٌ فِي الصَّلَاةِ رَافِعٌ يَدَيْهِ ، فَجَعَلَ يُسَبِّحُ ، وَيَحْمَدُ ، وَيُهَلِّلُ ، وَيُكَبِّرُ ، وَيَدْعُو ، حَتَّى حُسِرَ عَنْهَا » ، قَالَ : « فَلَمَّا حُسِرَ عَنْهَا ، قَرَأَ سُورَتَيْنِ وَصَلَّى رَكْعَتَيْنِ » . (رواه مسلم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান