মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২৮১
সলাত অধ্যায়
সূর্য গ্রহণের সালাত এবং বৃষ্টি প্রার্থনার সালাত
২৮১. হযরত কাবীসা হিলালী (রা) থেকে বির্ণত। তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ এর সময় একবার সূর্যগ্রহণ হয়। এ সময় তিনি ভীত-সন্ত্রস্ত হয়ে এত দ্রুত বের হয়ে আসেন যে, তার চাদর মাটিতে লুটিয়ে পড়ছিল এবং এ সময় মদীনাতে আমি তাঁর সাথে ছিলাম। তারপর তিনি দুই রাক'আত সালাত আদায় করেন, যাতে তিনি দীর্ঘ কিয়াম করেন। তাঁর সালাত শেষ করার সাথে সাথে সূর্যগ্রহণও শেষ হয়। তখন তিনি বললেন: এটা আলাহ্ তা'আলার অন্যতম নিদর্শন, যার মাধ্যমে তিনি তাঁর বান্দাদের সতর্ক করে থাকেন। যখন তোমরা এরূপ হতে দেখবে তখন দ্রুত তোমাদের সর্বশেষ ফরয সালাতের ন্যায় সালাত আদায় করবে। (আবূ দাউদ ও নাসায়ী)
کتاب الصلوٰۃ
عَنْ قَبِيصَةَ الْهِلَالِيِّ ، قَالَ : كُسِفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَخَرَجَ فَزِعًا يَجُرُّ ثَوْبَهُ وَأَنَا مَعَهُ يَوْمَئِذٍ بِالْمَدِينَةِ ، فَصَلَّى رَكْعَتَيْنِ ، فَأَطَالَ فِيهِمَا الْقِيَامَ ، ثُمَّ انْصَرَفَ وَانْجَلَتْ ، فَقَالَ : « إِنَّمَا هَذِهِ الْآيَاتُ يُخَوِّفُ اللَّهُ عَزَّ وَجَلَّ فَإِذَا رَأَيْتُمُوهَا فَصَلُّوا كَأَحْدَثِ صَلَاةٍ صَلَّيْتُمُوهَا مِنَ الْمَكْتُوبَةِ » . (رواه ابوداؤد والنسائى)