মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২৬৯
সলাত অধ্যায়
ঈদুল আযহার কুরবানী (পশু যবাই)
২৬৯. হযরত হানাশ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমি হযরত আলী (রা) কে দু'টি দুম্বা কুরবানী করতে দেখে বললাম, আপনি এ কি (একটির স্থলে দু'টি কুরবানী) করছেন? তিনি বললেন: রাসূলুল্লাহ ﷺ আমাকে এই মর্মে ওসীয়াত করেছেন যে, আমি যেন তাঁর নামে কুরবানী করি। সে মতে আমি তাঁর পক্ষ থেকে একটি কুরবানী করছি। (আবু দাউদ ও তিরমিযী)
کتاب الصلوٰۃ
عَنْ حَنَشٍ قَالَ : رَأَيْتُ عَلِيًّا يُضَحِّي بِكَبْشَيْنِ فَقُلْتُ لَهُ : مَا هَذَا؟ فَقَالَ : « إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصَانِي أَنْ أُضَحِّيَ عَنْهُ فَأَنَا أُضَحِّي عَنْهُ » (رواه ابوداؤد وروى الترمذى نحوه)
হাদীসের ব্যাখ্যা:
হযরত আবদুল্লাহ্ ইবনে উমর (রা) বর্ণিত পূর্বোল্লিখিত হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ ﷺ মদীনায় অবস্থানকালে প্রতি বছর কুরবানী করেন। আর হযরত আলী (রা) বর্ণিত হাদীস থেকে জানা যায় যে, নবী কারীম ﷺ তাঁকে এ মর্মে ওসীয়াত করে যান যে, তিনি যেন তাঁর নামে কুরবানী করেন। সে মতে এই ওসীয়াত মুতাবিক হযরত আলী মুরতাযা (রা) সব সময় নবী কারীম ﷺ এর পক্ষ থেকে কুরবানী করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)