মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ২৬৮
সলাত অধ্যায়
ঈদুল আযহার কুরবানী (পশু যবাই)
২৬৮. হযরত ইবনে উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ মদীনায় হিজরত করার পর দশ বছর অবস্থান করেন এবং প্রতি বছর কুরবানী করেন। (তিরমিযী)
کتاب الصلوٰۃ
عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : أَقَامَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالمَدِينَةِ عَشْرَ سِنِينَ يُضَحِّي. (رواه الترمذى)
tahqiqতাহকীক:তাহকীক চলমান